Monday, August 8, 2016

ছোট্ট একটি ডানা......

ছোট্ট একটি ডানা মেলে 
উড়ে যাবো ইচ্ছে মতো ,
ধরে থাকা জীবনটাকে 
লাগাম ছাড়া করব যত ।।

ওই যে দেখ নীল আকাশে 
খোলা হাওয়ায় পাখিরা রয় ,
আমিও ঠিক সেই ঠিকানায় 
ঘর বাঁধব পাখীর মত ।।

সূর্য-চন্দ্র রশ্মি যখন 
রোদ ছড়াবে আমার ঘরে ,
স্বর্ণালী সেই রোদে আবার 
পাখিরা সব আসবে উড়ে ।।

আঁধার নেমে আসবে যখন 
সেই নীড়েতে ওই আকাশে ,
তারার আলোর উজ্জ্বলতায় 
ভরবে সে ঘর ওই হওয়াতে ।।

আমি সেথায় স্বাধীনচেতা 
শিকলবিহীন জীবন হেথা ,
খোলা আকাশ মুক্ত জীবন 
ডানা মেলে উড়ব ওরে ।।