Thursday, July 27, 2017

আকাশ ছোঁয়া ইচ্ছে গুলো.....

আকাশ ছোঁয়া ইচ্ছে গুলো
মাটির 'পরে আছাড় মারে
জীবন যুদ্ধে মর্মাহত
মনের ক্ষত আকুল করে
ভেবেছিলাম পদতলে
রাখব এই পৃথিবী কে
ঘোচাবো সব বিষণ্নতার মেঘ
প্রেমের ওই বৃষ্টি মেখে
দেখেছিলাম তোমার চোখে
আমার প্রেমের আকুলতা
কাজের মাঝে দিন কেটে যায়
আচ্ছন্নে - প্রেম প্রবণতা
  দূর হল সেই ভাবনা যত
নিছক প্রেমের কুহকজালে
জটিল বড় জীবন যাপন
রণক্ষেত্রে-নিয়ম চলে?
 

Sunday, April 23, 2017

নেতাজী সুভাষচন্দ্র বসুর লেখা থেকে :-

* "আমার বাবা, জানকীনাথ বসু, গত শতাব্দীর নবম দশকে উড়িষ্যায় চলে যান এবং ওকালতিসূত্রে কটকে বসবাস করতে থাকেন। সেখানে 1897 খৃষ্টাব্দের 23 শে জানুয়ারি শনিবার আমার জন্ম হয়। আমার বাবা মাহীনগরের বসু বংশে জন্মগ্রহণ করেছিলেন ;আর মা প্রভাবতী হাটখোলার দত্ত পরিবারের কন্যা। আমি আমার বাবা-মা'র ষষ্ঠ পুত্র ও নবম সন্তান। আজকালকার এই দ্রুতগতি যানবাহনের যুগে, কলকাতা থেকে রেলে চড়ে পূর্ব উপকূল বরাবর দক্ষিণাভিমুখী গেলে এক রাত্রেই কটকে পৌঁছান যায় ;এবং এই ভ্রমণে না আছে কোনও দু:সাহসিকতা, না কোন রোমাঞ্চ। কিন্তু ষাট বছর পূর্বে অবস্থা ঠিক এরকম ছিল না। গরুর গাড়ী করে যেতে হত এবং পথে চোরডাকাতের উপদ্রব ছিল ;আর সমুদ্রপথে গেলে বাত্যাবিক্ষুব্ধ তরঙ্গরাশির সম্মুখীন হতে হত। যেহেতু মানুষ অপেক্ষা ঈশ্বরে বিশ্বাস রাখা অনেক নিরাপদ, সেজন্য সাধারণত সকলে নৌকাযোগেই যাতায়াত করত। সমুদ্রগামী নৌকা যাত্রীদের নিয়ে চাঁদবালী পর্যন্ত যেত ;সেখান থেকে স্টীমারে চড়ে অনেক নদী ও খাল অতিক্রম করে কটকে পৌঁছুতে হত। এই জলপথে যাত্রাকালে যেরকম গড়াগড়ি খেতে ও ঝাঁকুনি সহ্য করতে করতে যেতে হত এবং আনুষঙ্গিক আরও যে সব কষ্ট ভোগ করতে হত তার যে বিবরণ শিশুকাল থেকে মা'র কাছে শুনে এসেছি, তার ফলে এ ধরনের অভিজ্ঞতা লাভের কোনও ইচ্ছাই আমার হত না। যখন দূরত্ব বেশি ছিল এবং যাতায়াত ব্যবস্থা কোনও প্রকারেই নিরাপদ ছিল না তখন ভাগ্যান্বেষণে দেশত্যাগ করে দূরবর্তী স্থানে যাওয়া অবশ্যই আমার বাবার বিপুল সাহসের পরিচয়। সামাজিক জীবনেও সাহসী ব্যক্তিদের প্রতিই ভাগ্য সুপ্রসন্ন হন;আমার যখন জন্ম হয় তখন এই নূতন স্থানে ইতিমধ্যেই আমার বাবা নিজেকে সুপ্রতিষ্ঠিত করে ফেলেছেন, এবং সেই সঙ্গে প্রায় অগ্রগণ্য এক আইনব্যবসায়ীরুপে স্বীকৃতি অর্জন করেছেন।"(সুভাষচন্দ্র বসু সমগ্র রচনাবলী, প্রথম খণ্ড থেকে উদ্ধৃত)*

Monday, August 8, 2016

ছোট্ট একটি ডানা......

ছোট্ট একটি ডানা মেলে 
উড়ে যাবো ইচ্ছে মতো ,
ধরে থাকা জীবনটাকে 
লাগাম ছাড়া করব যত ।।

ওই যে দেখ নীল আকাশে 
খোলা হাওয়ায় পাখিরা রয় ,
আমিও ঠিক সেই ঠিকানায় 
ঘর বাঁধব পাখীর মত ।।

সূর্য-চন্দ্র রশ্মি যখন 
রোদ ছড়াবে আমার ঘরে ,
স্বর্ণালী সেই রোদে আবার 
পাখিরা সব আসবে উড়ে ।।

আঁধার নেমে আসবে যখন 
সেই নীড়েতে ওই আকাশে ,
তারার আলোর উজ্জ্বলতায় 
ভরবে সে ঘর ওই হওয়াতে ।।

আমি সেথায় স্বাধীনচেতা 
শিকলবিহীন জীবন হেথা ,
খোলা আকাশ মুক্ত জীবন 
ডানা মেলে উড়ব ওরে ।।

Thursday, March 31, 2016

যদি বল...

যদি বল ওই নীল আকাশ হতে 
তাহলে কী পারবে আমায় ছুঁতে ?

তারা যদি হই ওই আকাশের বুকে 
পারবে কী আমায় আপন করে নিতে ?

ভেবেছি তোমার প্রেমে ভরাব জীবন 
তুমি বল সত্যি না এ কেবলি স্বপন ?

জানি তুমি সাগর সম গভীর 
আমি হলাম চঞ্চলা নদী তীর 

তোমার প্রেম-বন্ধনে বেঁধে রেখো 
পারবে কী - একটু ভেবে দেখো 

জানী তুমি আমার প্রেমে রাঙ্গা 
ঝলমল করে তোমার মন-আঙ্গিনা 

তাই তো বলি - ভেবে দেখো একবার 
প্রেম- রৌদ্রে ভরাবে জীবন আমার ?


প্রেম মানে

প্রেম মানে চুপচাপ টুপটাপ গল্প
প্রেম হলো আদরের আষাঢে স্বপ্ন
প্রেম মানে বিশ্বাস প্রাণ ভরা নিশ্বাস
ছোট কোনো গল্পের পুরনতার আশ্বাস

প্রেম যদি দিক্ভ্রম তবে কেন ছড়ানো
বসন্তে নানারঙে নানাদিক রাঙানো
বৃষ্টিতে ভেজে মন...প্রেম ধুয়ে জাযে না
দিক্ভ্রম হয়ে যারা-প্রেম তার সয়ে না

প্রেম যদি ওলঢাল করে এই মনটা
তাহলে কি পারবে ঠেকাতে জীবনটা
শিমুলের ফুল আর বাসন্তী কুহুডাক
ছড়াও ভালবাসা - পৃথিবীর হাঁকডাক

প্রেমহীন জীবনের নেই কোনো সত্তা
ভাষা চোখ বাঁকা চাঁদ সব ই যেন যা তা
আমি আর তুমিতেই জীবনটা কাটবে
ভালবাসা ছাড়া এই ধরায় কে বাঁচবে