Thursday, March 31, 2016

যদি বল...

যদি বল ওই নীল আকাশ হতে 
তাহলে কী পারবে আমায় ছুঁতে ?

তারা যদি হই ওই আকাশের বুকে 
পারবে কী আমায় আপন করে নিতে ?

ভেবেছি তোমার প্রেমে ভরাব জীবন 
তুমি বল সত্যি না এ কেবলি স্বপন ?

জানি তুমি সাগর সম গভীর 
আমি হলাম চঞ্চলা নদী তীর 

তোমার প্রেম-বন্ধনে বেঁধে রেখো 
পারবে কী - একটু ভেবে দেখো 

জানী তুমি আমার প্রেমে রাঙ্গা 
ঝলমল করে তোমার মন-আঙ্গিনা 

তাই তো বলি - ভেবে দেখো একবার 
প্রেম- রৌদ্রে ভরাবে জীবন আমার ?


প্রেম মানে

প্রেম মানে চুপচাপ টুপটাপ গল্প
প্রেম হলো আদরের আষাঢে স্বপ্ন
প্রেম মানে বিশ্বাস প্রাণ ভরা নিশ্বাস
ছোট কোনো গল্পের পুরনতার আশ্বাস

প্রেম যদি দিক্ভ্রম তবে কেন ছড়ানো
বসন্তে নানারঙে নানাদিক রাঙানো
বৃষ্টিতে ভেজে মন...প্রেম ধুয়ে জাযে না
দিক্ভ্রম হয়ে যারা-প্রেম তার সয়ে না

প্রেম যদি ওলঢাল করে এই মনটা
তাহলে কি পারবে ঠেকাতে জীবনটা
শিমুলের ফুল আর বাসন্তী কুহুডাক
ছড়াও ভালবাসা - পৃথিবীর হাঁকডাক

প্রেমহীন জীবনের নেই কোনো সত্তা
ভাষা চোখ বাঁকা চাঁদ সব ই যেন যা তা
আমি আর তুমিতেই জীবনটা কাটবে
ভালবাসা ছাড়া এই ধরায় কে বাঁচবে